কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে গরীব, অসহায়, হত-দরিদ্র এবং ভিক্ষুকদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চাল গত বৃহস্পতিবার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ীতে বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনি ও রবিবার মাগুড়া ইউনিয়ন পরিষদে উক্ত ভিজিএফ কার্ডের চাল পর্যায়ক্রমে বিতরণের কার্যক্রম চালু থাকবে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন আমার ইউনিয়নে ৩৪৩৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে সরকার। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপস্থিত থেকে চাল সুষ্ঠভাবে বিতরণ করেছি এবং আজ রবিবার বিতরণ শেষ করার কথা রয়েছে। তবে মাগুড়া ইউনিয়নে গরীব,অসহায় ও হত-দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশী হওযায় প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় অনেক মানুষকে চাল দেওয়া সম্ভব হয়নি। আগামী ঈদুল আযহায় বরাদ্দ বেশী দেওয়ার জন্য সরকরের প্রতি আহবান জানাচ্ছি।