Sunday, 22 December 2024, 01:47 PM

মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ইন্তেকাল

বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)- কাওছার হামিদ(কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি): কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং অসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনয়ন প্রাপ্তি মোঃ সোহরাব হোসেন আর নেই।

তিনি গতকাল রাত ৭.৩০মিনিটে নিজবাড়ী সিঙ্গের গাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ………রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর, তিনি স্ত্রী ২পুত্র ১ কন্যা সহ অসংখ্য নেতাকর্মী ও গুনগ্রাহী রেখে যান।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা বি.এন.পির সভাপতি প্রফেসর রাজ্জাকুল ইসলাম রাজা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে তার মৃত্যুতে মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব শোক প্রকাশ করেছেন, মাগুড়া ইউনিয়ন বি.এন.পির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ মনছুর আলী মেম্বার শোক প্রকাশ সহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।