নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যা নিকেতন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, মাগুড়া মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মুরাদ হোসেন লুলু,সাবেক ইউপি সদস্য কবি আনিছুর রহমান। উপস্থিত ছিলেন মাগুড়া দোলাপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী সাদ ইলেকট্রনিক্সের স্বত্ত¡াধিকারী আব্দুল আলিম লিটু, কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি কাওছার হামিদ।
বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক শামীম আজাদ রিপন, সহকারী প্রধান শিক্ষক মোত্তালিব হোসেন, সহকারি শিক্ষক সাফিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র সাফিউল ও গীতাপাঠ করেন অন্যান্য রানী। পরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সনদ ও সম্মানণা ক্রেস্ট তুলে দেন। অভিভাবক সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অভিনয়, গান ও নৃত্য পরিবেশন করেন অত্র বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীর অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাধীন বাংলা বিদ্যানিকেতনের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যানিকেতনের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও পরশী সরকার প্রমূখ।