কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসলাম উদ্দিন (৫২) আর নেই। তিনি বুধবার রাত ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল কলেন। ইন্না লিল্লাহি……রাজেউন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক পূত্র ও এক কন্যা,আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব সহকর্মী ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুম এসলাম উদ্দিনের প্রথম জানাজা নামাজ মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক, ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়, তাঁর জানাজা নামাজে। পরে দ্বিতীয় জানাজা নামাজ তাঁর নিজ বাসভবন মাগুড়া উত্তর পাড়ায় বাদ যোহর অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। সিনিয়র শিক্ষক এসলাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা,ম্যানেজিং কমিটির সদস্য মোশাররফ হোসেন,হাফেজ উদ্দিন,গোলাম মোস্তফা, আনোয়ারুল ইসলাম সাবুল, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। তাঁরা শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিছেন। এবং তারা এক শোক বার্তায় জানায় সিনিয়র শিক্ষক এসলাম উদ্দিনের মৃত্যুতে আমরা একজন সহকর্মীকে হারালাম যা কোন দিন পুরণ হবার নয়।