Tuesday, 08 April 2025, 01:26 PM

মাগুড়ায় পবিত্র কোরআন শিক্ষা ও মাসব্যাপি ইফতার বিতরণ

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: মরহুম মৌলভী আব্বাছ আলী ও মরহুমা রোকেয়া বেগমসহ সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া খামাত পাড়া মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্ম এর উদ্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী,পঙ্গু ও অসহায় নারী-পুরুষদের মাঝে মাসব্যাপি সহি ছহিসুদ্ধ নামাজ,পবিত্র কোরআন শিক্ষারসহ ইফতারের ব্যবস্থা করেছেন। জানাগেছে প্রতিষ্ঠানটি ২ বছর ধরে উক্ত কর্যক্রম পরিচালনা করে আসছেন।


মৌলভী আব্বাছ আলী ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের স্বত্তাধিকারী মোসফিকুর রহমান ফারুক বলেন সমাজে শুধু নিজে বাঁচলে হবে না, এখানে প্রতিবেশী ও নিকটস্থ স্বজনদের হক রয়েছে সেইদিক লক্ষ্য করে এই কাজটি দু বছর ধরে করে আসছি। প্রতিদিনের নেয় গতকাল শুক্রবার (২১ মার্চ-২০২৫) ইং তারিখে বৃদ্ধ, প্রতিবন্ধী,পঙ্গু ও অসহায় নারী-পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সাদ ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী আব্দুল আলিম লিটু। এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিল ও ছহিসুদ্ধ নামাজ ও পবিত্র কোরআন শিক্ষা কর্মসুচির কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P