Friday, 05 December 2025, 08:16 PM

মানবসেবার উজ্জ্বল উদাহরণ মামুন চেয়ারম্যান

এমডি বাবুল: বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষের দুঃখে-সুখে পাশে থেকে হয়ে উঠেছেন ভরসার প্র তীক


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুম চেয়ারম্যান আজ শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি হয়ে উঠেছেন মানুষের প্রাণের মানুষ। উন্নয়ন, মানবসেবা আর জনকল্যাণে তার নিরলস কাজ তাকে এলাকার জনগণের কাছে ভরসা ও আশার প্রতীকে পরিণত করেছে।


—যে কোনো দুর্যোগ মুহূর্তেই মামুম চেয়ারম্যানকে পাওয়া গেছে সবার আগে। অসহায়দের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র পরিবারের বিয়েতে সহায়তা, কিংবা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা দেওয়া—সবক্ষেত্রেই তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য একজন অভিভাবক।

স্থানীয় বাসিন্দাদের ভাষায়, “মামুম চেয়ারম্যান মানে ভরসা, মানে আমাদের পাশে একজন আপনজন।”


রাস্তা-ঘাট, ড্রেনেজ, ব্রিজ, ঘাটলা নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে বৈদ্যের বাজার ইউনিয়নে ইতিমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে উপস্থিত থেকে উন্নয়ন কাজ তদারকি করেন তিনি। এর ফলে জনগণের কাছে তার প্রতি আস্থা বেড়েছে বহুগুণ।


নিজস্ব রাজনৈতিক দর্শন প্রসঙ্গে মামুম চেয়ারম্যান বলেন, “মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতি। মানুষের হাসিই আমার সাফল্য।” এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই তার সবচেয়ে বড় শক্তি।


অহংকারমুক্ত সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ আর মানবিক গুণাবলীর কারণে জনগণের ভালোবাসায় মামুম চেয়ারম্যান আজ জনপ্রিয়তার শীর্ষে। অনেকেই বলেন, “তিনি চেয়ারম্যান হয়েও কখনো ক্ষমতার দম্ভ দেখাননি, বরং মানুষের মতো মানুষের পাশে থেকেছেন।”


জনগণ বিশ্বাস করে, মামুম চেয়ারম্যানের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়ন আরও এগিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নে তার দৃষ্টিভঙ্গি ইউনিয়নটিকে একদিন একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এক কথায় “মামুম চেয়ারম্যান— উন্নয়ন, মানবসেবা ও জনকল্যাণে ভরসার অন্য নাম।”

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P