Monday, 10 March 2025, 08:36 AM

মানবতার ফেরীওয়ালা এমএ এইচ জাকারিয়া

একজন সৎ ওসজ্জন মানবিক মানুষ যিনি সর্বদা কিশোরগঞ্জ উপজেলার অবেহেলিত মানুষের যে কোন আহাজারিতে সাড়া দিয়ে থাকেন । তিনি জনাব এমএ এইচ জাকারিয়া প্রতিষ্ঠাতা ও নিবাহী পরিচালক চেয়ারম্যান আজিজার মিঞা সমাজকল্যাণ সংস্থা, কিশোরগঞ্জ নীলফামারী।


তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি (হাজীপাড়া) বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত মানুষের জন্য নানমুখী সামাজিক কর্মকান্ড করে চলেছেন । মানসম্মত শিক্ষা নিরক্ষরমুক্ত গ্রাম, নারীর ক্ষমতায়ান নির্যাতিত মাহিলাদের পূর্নবাসন সহ সমাজের যত অন্যায় অনিয়ম দুর্ণিতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ । তিনি বয়স্ক ভাতা বিধভা ভাতাও দিয়েছেন স্বল্প পরিসরে। উপজেলার মানুষের জন্য শুভ বার্তা দিয়েছেন যেনাদের সাহায্য করার মত কেউ নেই মৃত্যুকালীন সময়ে তাদের দাফন কাফনের ব্যবস্থা এমনকি খাবার পানির অভাব দুরীকরনে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং অসহায় মানুষদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল দেওয়ার ব্যাবস্থা করে যাচ্ছেন। তিনি সমাজটাকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যাতে করে মানুষেরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তিনি ইতিমধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও ইতিমখানায় আজান দেওয়ার জন্য মাইক সেট ও প্রদান করেছেন যাহা দৃশ্যমান।


তাছাড়া গরিব অসহায় মানুষের যে কোন আহাজারীতে সাধ্যমত সহয়তা করে থাকেন তাহার এই সামাজিক কর্মকান্ডে  বিভিন্ন সংগঠন থেকে গরীবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা এবং সিংহপুরুষ উপাধীতে ঘোষিত হয়েছেন। আসুন আমরা সেই মহান মানুষটির জন্য তার দীর্ঘায়ু কামনা করি।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P