Friday, 05 December 2025, 12:01 PM

মানবতার স্পর্শে এক অনন্য দৃষ্টান্ত হতদরিদ্রদের মুখে হাসি...

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা

প্রতিনিধিঃ অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে সৈয়দপুর সমিতি,ঢাকা ও মণ্ডলবাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী।

আত্মকর্মসংস্থান ও নিজেকে স্বাবলম্বী করো এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২নভেম্বর রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে অবস্থিত মিডিয়া কর্ণার প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।


অনুষ্ঠানের আয়োজক ছিলেন জয়নাল আবেদীন হিরো, সিনিয়র সাংবাদিক ও ব্যুরো চীফ, মিডিয়া কর্ণার, নীলফামারী জেলা অফিস। সহযোগিতায় ছিলেন সৈয়দপুর সমিতি, ঢাকা ও মণ্ডলবাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাফুজার রহমান, উপজেলা সমবায় অফিসার। সভাপতিত্ব করেন আমিনুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কামারপুকুর উচ্চ বিদ্যালয়।

মূল বক্তব্য তুলে ধরেন আয়োজক, সাংবাদিক ও সমাজসেবক জয়নাল আবেদীন হিরো।

উপস্থিত ছিলেন,কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আল-মামুন, উপজেলা সমবায় অফিসের সহায়ক উপেন্দ্র নাথ রায়, সমাজসেবক মো. রুবেল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সহায়তা নয় সুযোগ সৃষ্টি এই দর্শন নিয়েই যদি সমাজ এগিয়ে যায় তবে একদিন প্রত্যেক মানুষই নিজের ভাগ্য নিজেই গড়তে পারবে।


আয়োজক জয়নাল আবেদীন হিরো বলেন,আমরা চাই কেউ যেন অভাবের কারণে পিছিয়ে না পড়ে। সহায়তা নয় সুযোগ সৃষ্টি করতে চাই,যাতে মানুষ নিজের হাতে নিজের ভাগ্য গড়তে পারে।


ছাগল গ্রহণকারী উপকারভোগীদের চোখে ছিল আনন্দের ঝিলিক। কেউ �

কেউ কেউ আবেগাপ্লুত হয়ে বলেন এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলো জ্বেলেছে, দিয়েছে নতুনভাবে বাঁচার প্রেরণা।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ কর্মসূচি একদিনের জন্য নয় এটি চলমান থাকবে। ধাপে ধাপে বিভিন্ন এলাকার অসহায় পরিবারকে এই মানবিক উদ্যোগের আওতায় আনা হবে।


মানবতার স্পর্শে গড়া এই প্রয়াস ইতোমধ্যেই সমাজে আলো ছড়াচ্ছে। প্রমাণ করছে সম্মিলিত প্রয়াসেই গড়ে তোলা সম্ভব এক স্বাবলম্বী মর্যাদাপূর্ণ ও মানবিক সমাজ।

BDNN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P