Sunday, 22 December 2024, 08:13 AM

মীরাক্কেলের ফাইনাল আজ, লড়ছেন বাংলাদেশের তিন প্রতিযোগী

বিডি নীয়ালা নিউজ(১২ ই জুন  ২০১৬ইং)-বিনোদন ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার তুমুল জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’-এর গ্রান্ড ফিনালে আজ। ১০ বছর ধরে চলা এই টিভি শো’টির সিজন-৯ এর ফাইনালে আজ লড়বেন বাংলাদেশের ৩ প্রতিযোগী এমদাদুল হক, কমর উদ্দিন ও সাইদুর রহমান। মীর আফসার আলীর প্রাণবন্ত উপস্থাপনা এবং বাংলাদেশি প্রতিযোগীদের অংশগ্রহণের ফলে এ দেশেও বেশ জনপ্রিয় এ শো। এ বছর বাংলাদেশ থেকে ৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সাত মাসের গ্রুমিং, নিয়মিত পরিবেশনা শেষে টিকে আছেন তিনজন। এর মধ্যে দুজনের আছে যৌথ পরিবেশনা। এ ছাড়া ভারতের তিনজন প্রতিযোগীও লড়বেন। আজকের গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ১০ বছরে পা দেবে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতাটি। জমজমাট কমেডিতে ভরপুর তিন ঘণ্টাব্যাপী এই গ্র্যান্ড ফিনালে প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এতে প্রত্যেক প্রতিযোগী দুইবার করে হাজির হবেন তাঁদের পরিবেশনা নিয়ে। এরই মধ্যে পুরো অনুষ্ঠানটি ধারণের কাজ শেষ হয়েছে। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বেশ ক’জন তারকা। তাদের পরিবেশনার পাশাপাশি বিচারকদেরও পরিবেশনা থাকবে গ্র্যান্ড ফিনালেতে। এবারের সিজনে শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। আগের সিজনগুলোতেও দেখা গেছে তাদের।


klk.com