Monday, 10 March 2025, 03:53 AM

মহাসড়কে হাইওয়ে ওসির সচেতনতামুলক মাইকিং

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহাসড়কে দুর্ঘটনা ও শৃংখলা ফেরাতে মালিক,চালক ও সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাইকিং করেছেন। গতকাল বৃহ:বার ২৬ ডিসেম্বর দিনব্যাপী হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাভুক্ত সিরাজগঞ্জ রোড গোলচত্তরের ঢাকা রোডের পাঁচলিয়া বাজার,নলকা মোড়, পাবনা রোডের বোয়ালিয়া বাজার,পাটধারী বাজার, বগুড়া রোডের সাহেবগঞ্জ, ভুইয়াগাতী, ঘুড়কা, চান্দাইকোনা বাজার ও নাটোর রোডের গোজা, হরিনচড়া,ভেংড়ি,দবিরগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়। এ ছাড়াও মহাসড়কে থ্রি হুইলার চালানো নিষেধসহ ঘন কুুয়াশায় চালকদের করণীয় বিষয়ে সবাইকে অবগত করা হয়।২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। অপরদিকে থ্রি হুইলার মালিক ও চালক দের সাথে সিরাজগঞ্জ-পাবনা রোডের সিএনজি স্ট্যান্ডের চালকদের সাথে আলোচনা সভা করা হয়।আলোচনা চলাকালে তারা যাতে শৃঙ্খলা মেনে চলাচল করে সে জন্য চালকদের পরামর্শ প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়। এ সময় থ্রি হুইলার চালক ও মালিকগণ সরকারি নিয়ম মেনে চলবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P