Monday, 10 March 2025, 09:12 AM

মিডিয়ায় অপতথ্য প্রচার করে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে:...

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সরকারি ইয়ার্ড, ইমিগ্রেশন ও কাস্টমস অফিসের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়ায় অপতথ্য প্রচার করে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে সেদেশের মানুষ এসমস্ত মিথ্যা খবরের বিপক্ষে দাঁড়িয়েছেন। প্রতিবাদ করছেন। ভারতের কিছু মিডিয়া তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এধরনের অপতৎপরতা চালাচ্ছে। যদিও এটা সেদেশের একেবারে নিজস্ব বিষয়।

তিনি আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। সম্পর্কের অবনতি হলে দু'দেশেই ক্ষতিগ্রস্ত হবে। উভয় দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, ভোমরা স্থলবন্দরকে একটি আধুনিক ও উন্নয়নশীল বন্দরে পরিণত করা হবে। তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হবে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে বিজিবি যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর পিএসসি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক, উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, স্থলবন্দর চেয়ারম্যান মাঞ্জারুল মান্না, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সজীব, কাস্টমস সুপার মঈনুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ নকিবুল্লা নকিব, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবুল হাসান,সাধারণ সম্পাদক আবু মুসা, সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রিয়াজুল হকসহ সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

dai/N


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P