Saturday, 18 January 2025, 07:54 AM

মুলধারার নিউ আমেরিকান ডেমোক্রেডিক ক্লাবের নববর্ষ পালন ও...

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ জমকালো আয়োজনে গত রোববার ,১২ জানুয়ারি ২০২৫,সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যামাইকার আল আকসা পার্টিহলে অনুষ্ঠিত হয়েছে মুলধারার ৩টি সংগঠন নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম এবং নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরাম এনওয়াই আয়োজিত বার্ষিক  নৈশভোজ ও নব বর্ষবরণ অনুষ্ঠান-২০২৫। নাচ,গান,, মুলধারার নির্বাচিত জনপ্রতিনিধিদের দিক নির্দেশনামুলক বক্তৃতা, কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তৃতা আর ৩টি সংগঠনের সাংগঠনিক তৎপরতার উজ্জল উপস্থাপনা প্রশংসা পেয়েছে সব মহলের।খবর বাপসনিউজ ।



সেই সঙ্গে বিভিন্ন কমিউনিটির ছোট, বড় সব বয়সী মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রানবন্ত  এবং উপভোগ্য।

নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের  সভাপতি রুবাইয়া রহমান, ইয়ূথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম এবং ভাইস প্রেসিডেন্ট নুশরাত আলমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।


এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান। নিউ আমেরিকান ওমেন্স ফোরামের নতুন অ্যাডভাইজরি কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবিনা হাই উর্বি। এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সালমা ফেরদৌস।


এ সময় নিউ আমেরিকান ইয়ুথ ফোরানের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আহনাফ আলম, নির্বাহী সভাপতি মুশরাত শাহীন অনুভা এবং সহ সভাপতি নুশরাত আলম।


এরপর নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোর্শেদ আলম ও ক্লাবের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

পরে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে বক্তৃতা করেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম, নিউ আমেরিকান ওমেনস ফোরামের এক্সিকিউটিভ অ্যাডভাইজার অধ্যাপিকা হুসনে আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী প্রমুখ।


পরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা,নিউইয়র্ক সিটি’র পাবলিক এডভোকেট জুমানে


উইলিয়ামস, আসেম্বলি মেম্বার জোহরান মামদানি, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, নাতাশা উইলিয়ামস, লিন্ডা লি, ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর, ফ্র্যাঙ্কলিন টাউনশিপ ডেপুটি মেয়র শিপা উদ্দিন ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।


এ সময় মুলধারার রাজনীতিবিদরা বলেন,নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি দিনে দিনে শক্তিশালী হচ্ছে। তারা দেশটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।


এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সিনেট ও কংগ্রেস মেম্বাররা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। তাদের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তৃতার ফাঁকে ফাঁকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বেশকয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন- ইয়ুথ ইনোভেশন অব দ্য ইয়ার ঠিকানার ভাইস চেয়ারম্যান, মুশরাত শাহীন অনুভা, ইয়ুথ এন্টারপ্রেনার অব দ্য ইয়ার রিভারটেলের ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, এডুকেটর অব দ্য ইয়ার ড. কিম হিল এবং কমিউনিটি লিডার অব দ্য ইয়ার প্রেস্টন বাকের। আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাজিন খান এবং আউটস্ট্যান্ডিং ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. ইলোরা রফিক।


পরে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অ্যাওয়ার্ড প্রদানের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।


বক্তৃতা আর অ্যাওয়ার্ড প্রদানের বিরতিতে ছিল আকর্ষণীয় নৃত্য যা দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেন


সমাপনী বক্তৃতায় নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি ধন্যবাদও জানান সবাইকে।


শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।