আন্তর্জাতিক রিপোর্ট : মুম্বাই গার্ল প্রিয়াঙ্কাকে হয়তো সব চরিত্রতেই আলাদা আলাদা ভাবে খুঁজে পান দর্শকরা। তবে এই প্রথম ব্যাটগার্ল হিসেবে পাওয়া যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। জস উইডনের হাত ধরে আবারো আমেরিকার মাটিতে পা রাখতে চলেছে তিনি। যদিও এই ছবি নিয়ে অনেকদিন ধরেই আশা করে ছিলেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি একটি সাক্ষাতকারে প্রিয়াঙ্কা জানান ‘ব্যাটগার্ল এর চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল বহুদিন ধরেই। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। সুপার হিরোর রোলটি নিয়ে খুবই আশাবাদী আমি। ‘
সূত্রের খবর, হলিউডের বহু তারকাই নাকি অপেক্ষা করেছিলো চরিত্রটির জন্য। কিন্তু অবশেষে এই মুম্বাই গার্লই নিজের জায়গা করে নিয়েছেন। তবে ব্যাটগার্ল হিসেবে প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন নিন্দুকেরা কতটা মেনে নেয় সেটাই এবার দেখার পালা।
বি/ড/২