বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- বিনোদন ডেস্কঃ সেন্সর ছাড়পত্র পেয়েছে আশিকুর রহমানের চলচ্চিত্র ‘মুসাফির’। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, গত সপ্তাহেই সেন্সর পেয়েছে ছবিটি। কিন্তু চিঠিসহ আরো কিছু কাজ বাকি ছিল। আজ চিঠিটি হাতে পেলাম। এখন মুক্তির প্রস্তুতি চলছে। আগামী মার্চেই মুক্তি দেব আশা করি।’
গত বছরের মার্চ মাসে শুরু হয় মুসাফির ছবির শুটিং। ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের বিভিন্ন লোকেশনে এ ছবির দৃশ্যায়ন হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফির শুভ। তার বিপরীতে অভিনয় করেছেন চলচ্চিত্রের নতুন নায়িকা মারজান জেনিফা। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর, টাইগার রবি, রেবেকা সুলতানা ও শিমুল খানসহ আরো অনেকে।
‘মুসাফির’ ছবিটি প্রযোজনা করছেন পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। এর কাহিনি, সংলাপ চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন নাভেদ ও আশিকুজ্জামান অপু।