Tuesday, 08 April 2025, 04:02 AM

মুস্তাফিজ আজ খেলবেন রোহিত শর্মার মুম্বাই’র সাথে

বিডি নীয়ালা নিউজ(১৮ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচেও দলের স্ট্রাইক বোলার হিসেবে মাঠে থাকতে পারেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ।


হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।


এ ম্যাচের মধ্যদিয়ে মুম্বাই তাদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে।


অপরদিকে, হায়দ্রাবাদের এটি হবে তৃতীয় ম্যাচ। তিন ম্যাচের দুটিতে হেরেছে মুম্বাই। আর নিজেদের দুটি ম্যাচেই হেরেছে মুস্তাফিজের দল। মুম্বাই একমাত্র জয়টি পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। পুনে ও গুজরাটের বিপক্ষে হেরেছে তারা। হায়দ্রাবাদ কলকাতা ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুটি ম্যাচেই হারের স্বাদ নিয়েছে।


সানরাইজার্স হায়দ্রাবাদ দল (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, ইয়ন মর্গান, দীপক হুদা, নোমান ওঝা (উইকেটরক্ষক), আশিষ রেড্ডি, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বারিন্দ্রার স্রান।


মুম্বাই ইন্ডিয়ান্স দল (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আম্বাতি রাইডু, জস বাটলার, কাইরন পোলার্ড / কোরি এন্ডারসন / মার্টিন গাপটিল, হারদিক পান্ডে, হরভজন সিং, ক্রুনাল পান্ডে, টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনাঘান, জাসপ্রিত বুমরাহ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P