Sunday, 22 December 2024, 01:50 PM

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ একই পরিবারের ৩...

ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫), ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মনসুর আহম্মেদ।তিনি বলেন, ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

B/P/N.