মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৭ নভেম্বর ২০২২) তারিখ রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ধর্ষণ মামলার আসামী আতহারকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী মডেল থানাধীন সিরতা ইউনিয়নের চরভবানীপুর রিফিউজিপাড়া আসামীর ২য় শ্বশুরবাড়ী হইতে ধর্ষন মামলার আসামী মোঃ আতাহার হোসেন (৩০), পিতা-মৃত আমছর উদ্দিন, মাতা- হাসিনা বেগম, সাং-চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
আজ সোমবার (২৮ নভেম্বর ২০২২) তারিখ বিকালে ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামি আতহারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।