Friday, 05 December 2025, 08:15 PM

নারায়ণগঞ্জে শিল্প দূষণ প্রতিরোধে পরিবেশ সংগঠন (বেলার) আলোচনা...

এম ডি বাবুল: নারায়ণগঞ্জে শিল্প দূষণ প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, শিল্প দূষণ রোধে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ছাদ বাগানসহ বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগও অগ্রাধিকার দেওয়া হবে। মানুষ সরাসরি ড্রেনে বর্জ্য ফেলছে, যা পরিবেশের জন্য ভয়াবহ। এখন থেকেই সচেতনতা নিশ্চিত করা জরুরি


বেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এম এম মামুন জানান, শীতলক্ষ্যা নদী বর্তমানে দেশের তৃতীয় দূষিত নদী। শিল্পায়নের চাপ ও অনিয়ন্ত্রিত কারখানা স্থাপনের কারণে প্রতিবছর নারায়ণগঞ্জে প্রায় এক শতাংশ কৃষিজমি হারিয়ে যাচ্ছে।পরিবেশ অধিদফতরের উপপরিচালক এ এইচ এম রাশেদ বলেন, “৪২টি প্রতিষ্ঠান বাদে বাকিরা ইটিপি স্থাপন করেছে। তবে অনেক কারখানা লাইসেন্স ছাড়াই চলছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা প্রয়োজন।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মুহাম্মাদ ইসমাইল হুসাইন বলেন, শহরের ভেতর ৩০টির বেশি প্রতিষ্ঠান খালে বর্জ্য ফেলছে, যা পরে নদীতে গিয়ে মিশছে। জনগণের সোচ্চার থাকার কারণেই নদীগুলো এখনো টিকে আছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের সহকারী প্রধান আহমাদ শামস কাদির মনে করেন, শিল্প মালিকদের মানসিকতার পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া দূষণ রোধ সম্ভব নয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেন, অনুমোদনহীন সাঁকো ও বর্জ্যের কারণে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে ৯টি খাল পুনঃখনন করা হয়েছে এবং সিটিপি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত জানান, ওয়েস্ট উৎপাদন বন্ধ করা সম্ভব নয়, তবে এর সঠিক ব্যবস্থাপনা জরুরি। প্লাস্টিক ওয়েস্ট রিসাইকেল করে রাস্তা কারপেটিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. জহিরুল হক বলেন, নারায়ণগঞ্জের সবজিতে সহনীয় মাত্রার বেশি ক্যাডমিয়াম পাওয়া যাচ্ছে। এতে কৃষিজমির উৎপাদনক্ষমতা কমছে এবং ভারী ধাতু খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে।


নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আখতার বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় ধর্মীয় প্রতিনিধি ও তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। ইটিপি ছাড়া কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয় না।


সভায় আরও বক্তব্য রাখেন বিজিএমইএ’র সিনিয়র সহকারী সচিব সৈয়দ আহমেদ আলি ও শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ ওয়ালিউল্লাহ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন 


সামগ্রিকভাবে বক্তারা বলেন, শিল্প ও নগরায়ণের কারণে পরিবেশ, কৃষি, স্বাস্থ্য এবং নদ-নদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P