Tuesday, 15 April 2025, 04:53 AM

নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর রামপুরা বনস্রী এলাকায় নারী সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) র‌্যাব-৩ সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয় দুই এপ্রিল রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী: ২০০৩) একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর একাধিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) আজ রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে রমনা থানাধীন বেইলি রোড এলাকা হতে মো. রাইসুল ইসলামকে (২১) এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা হতে মো. কাউসার হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P