আতিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১০ মার্চ ২০২৫) বেলা ১২ টার দিকে উপজেলার আব্দুলপুর সরকারি কলেজ ও গোপালপুর অর্নাস কলেজ গেটে একর্মসূচি পালন করেন তারা।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট বলেন, বর্তমানে নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে তবে আমরা এর কোন বিচার দেখতে পাচ্ছি না। ধর্ষকরা আট বছরের শিশুকেও ছাড় দেয়নি। আমরা নারী নির্যাতনে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে ১মাসের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এসময় গোপালপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সজিবুল ইসলাম অন্তর প্রমূখ।