বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র গ্রাহক সংস্থা আয়োজিত আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় এফডিসির জহির রায়হান কালারল্যাব অডিটরিয়ামে দেশের ১০ জন গুনী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নায়ক রাজ রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রেজা লতিফ।
‘তোমাদের কর্ম রবে চিরদিন’ শিরোনামে সংবর্ধনা প্রাপ্তরা হলেন- নায়ক রাজ রাজ্জাক, প্রবীণ প্রযোজক ইফতেখারুল আলম, আবদুল মহিত, এ কে এম জাহাঙ্গীর খান, প্রবীণ চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ড. মাহফুজুর রহমান ও শাকিব খান। এছাড়া সমিতির কার্যালয়ে তাদের প্রত্যেকের বড় পোর্ট্রেট ছবি আজীবন আনুষ্ঠানিকভাবে লাগানো হবে।
চলচ্চিত্রের ৬০ বছরে আরো যাদের হারিয়েছে তাদের ছবি আজীবন লাগানো হচ্ছে- আবদুল জব্বার খান, খান আতাউর রহমান, এহতেশাম, জহির রায়হান, সাধন রায়, ফজলুল হক, আহমদ জামান চৌধুরী, সুমিতা দেবী, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন চৌধুরী, বশির হোসেন, কিউ এম জামান প্রমূখ।