Thursday, 29 January 2026, 11:21 PM

নীলফামারী-৪ আসনে ১৩ সহ জেলায় ৩৪ জনের মনোনয়নপত্র...



জয়নাল আবেদীন হিরো,নীলফামারী,জেলা প্রতিনিধিঃ

নীলফামারী-৪ সৈয়দপুর- কিশোরগঞ্জসহ জেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র  ১৩ প্রার্থীসহ মোট ৩৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলাগুলোর সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা।


​মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনএফ ও বাসদসহ (মার্ক্সবাদী) বিভিন্ন দলের প্রার্থীরা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন।


​এবারের নির্বাচনে নীলফামারীর চারটি আসনে বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন:

​নীলফামারী-২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

​নীলফামারী-১ বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।


​নীলফামারী-২ (স্বতন্ত্র) জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজ,জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ আরও অনেকে।


​নীলফমারী-৪ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,জাতীয় পাটির শিল্পপতি আলহাজ্ব ছিদ্দিকুল আলম,জামায়াতে ইসলামীর হাফেজ আব্দুল মুনতাকিম ও স্বতন্ত্র রিয়াদ আরফান রানা সরকার ৷


​রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৪৪ জন ম

[04:04, 30/12/2025] Press Hero Alom Syedpur: মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে নীলফামারী-১ আসনে ১০ জন

​নীলফামারী-২ আসনে ০৭ জন

​নীলফামারী-৩ আসনে ০৪ জন

​নীলফামারী-৪ আসনে ১৩ জন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এছাড়া মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রার্থীকে বিধিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P