সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক নেতা মো. মোদাব্বের হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ করছেন।
আধুনিক সংসদীয় এলাকা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এলাকার দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক পরিবারের এ সন্তান। কিশোরগঞ্জকে পৌরসভায় রূপান্তরেরও প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনীতি এই শব্দটির সঙ্গে আজকাল প্রভাব, ক্ষমতা, এবং স্বার্থের যোগ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। কিন্তু এই কুয়াশাচ্ছন্ন আবহেও কিছু মানুষ আছেন, যাঁরা রাজনীতিকে দেখেন সেবা ও ত্যাগের মাধ্যম হিসেবে। তেমনই একজন হলেন সাংবাদিক মোদাব্বের হোসেন। তিনি একজন আদর্শবান সাংবাদিক এবং তার জীবন আদর্শ, সততা ও জনসেবার এক উজ্জ্বল উদাহরণ।
তিনি একজন সভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও অসহায়ের পাশে থাকা তাঁর স্বভাব। ছাত্রজীবনে নেতৃত্বের গুণে সবাই তাঁকে চিনতেন, কিন্তু সে নেতৃত্ব কখনো গৌরবের জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকেই জন্ম নেয়। তাঁরও পিতাও নীলফামারী জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা।
সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনের তৃনমূলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মোদাব্বের হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করছেন।