Friday, 05 December 2025, 04:52 PM

নীলফামারীতে ২৫বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ  নীলফামারীতে ২৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্রাইম প্রিভেশন কোম্পানী-২(সিপিসি-২)। 


সোমবার রাতে জেলা শহরের গাছবাড়ি এলাকায় চেকপোস্ট চলাকালে একটি সিএনজিতে তল্লাসী চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতার ব্যক্তিরা হলেন সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকার কামরুদ্দিন(৩৫) ও দিনাজপুর জেলা সদরের সুবড়া এলাকার মজনু ইসলাম(৩৯)। 


বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩’র সিনিয়র  সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্ল্যাস্টিকের বস্তার ভেতরে ২৫বোতল মদ রাখা হয়েছিলো। 


এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P