Sunday, 22 December 2024, 09:01 AM

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে দুইজনের...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। সোমবার সদর উপজেলার ঢেলাপীর বাজার ও গাছবাড়ী রেলক্রসিংয়ের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭) ও নীলফামারী শহরের বাড়াইপাড়ার বাতাসু বর্মনের ছেলে বিমল চন্দ্র রায় (৬০)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢেলাপীর বাজার এলাকায় নীলফামারী থেকে সৈয়দপুরগামী মহাসড়কের ওপর অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মুত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ।


অপরদিকে সকালে সাড়ে ৬টায় চিলাহাটি থেকে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় মারা যান। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, বিমল চন্দ্র মানসিক সমস্যায় ভুগছিলেন। ট্রেনে কাটা পড়ে মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী।