ডেস্ক রিপোর্টঃ বঙ্গোপসাগরে নিম্নচাপে সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপ কেটে গেলেই জেঁকে বসবে শীত। এমনই আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পৌষের শুরুতেই নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা ও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র সামানভাবে বৃদ্ধি পেতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।
J/N.