Friday, 05 December 2025, 07:26 PM

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: আখতার

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে- এমনটা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারওগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করে ইসি সচিব বলেন, কর্মপরিকল্পনা যে কাজগুলো আছে- তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে। সব কাজই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা ভোটসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি।


এ সময় তিনি জানান, প্রবাসীরা এবারের নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P