Friday, 05 December 2025, 06:23 PM

নলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অধিদফতরের নির্দেশ মোতাবেক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) যথাযথ মর্যাদায়  উদযাপন করা হয়েছে।


আজ শনিবার ১২ ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী ঈদে মিলাদুন্নী (সা:) উপলক্ষ্যে বিদ্যালয়ে কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,আখেরী নবী হযরত মুহাম্মদ (সা:) জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, নাতে রাসুল,স্বরোচিত কবিতা পাঠ,কুইজ প্রতিযোগীতা ইত্যাদি।


নলকা ক্লাস্টারের বিভিন্ন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সদস্যবর্গ,ধর্মীয় ও চেতনাবোধ ব্যক্তিবর্গ, স্থানীয় আলেম ওলামা ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।দোয়া পুর্ব আলোচনা অনুষ্ঠানে বোয়ালিয়ার চর স:প্রা:বি'র প্রাক্তণ শিক্ষার্থী মুফতি, হাফেজ আবুল হাশেম বলেন,নবী করীম (সা:) যে বিশাল রহমত ও বরকতের ভান্ডার নিয়ে পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন, সেটি শুধু মানব জাতির জন্য নেয়ামত নয়,বরং তা ছিল গোটা বিশ্বেে ১৮ হাজার মাখলুকাতের জন্য সর্ব শ্রেষ্ঠ নিয়ামত।


তাই দোজাহানের নবী (সা:)  এর শুভাগমন দিবসকে উপলক্ষ্য করে প্রতি বছর ১২ ই রবিউল আউয়াল পালনটাই শুধু নৈতিক দায়িত্ব নয়,বরং এটি ফজিলতপুর্ণ ইবাদতের কাজ।নলকা ক্লাস্টারের সুযোগ্য সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আলমাহমুদ এর দিক নির্দেশনা,পরামর্শ ও সঠিক তত্বাবধনের কারনেই ঈদে মিলাদুন্নী (সা:) উদযাপন সুষ্ঠ ও সুন্দর হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষকগণ জানান।অনুরুপ ভাবে নলকা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়,দাখিল-আলিম মাদ্রাসা,কলেজেও দিনটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসুচী উদযাপন করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P