Sunday, 09 March 2025, 08:51 PM

নরসিংদীর মাধবদীতে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান

রাব্বি সরকার: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।


বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, মাধবদী বাসাস্ট্যান্ড এলাকার প্রোটেকটিভ হেলমেটস্ ফর স্কুটার এন্ড মোটর সাইকেল রাইডারস্ পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান হৃদয় মটরস, রনি মটরস এবং ভাই ভাই মটরস পরিদর্শন করে মান সম্পন্ন পণ্য বিক্রয়/বিতরণ করার ও আমদানিকৃত পণ্যের ছাড়পত্র সংরক্ষণের পরামর্শ প্রদান করা হয়।


মাধবদী বাজারের চুড়িপট্টি এলাকায় আবু দাউদ স্টোর ও সোলাইমান ষ্টোর এবং পোস্ট অফিস রোডে বিসমিল্লাহ চিড়া এন্ড মুড়ি মিল প্রতিষ্ঠানসমুহকে মুড়ি পণ্যের অনুকুলে গুণগতমান সনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। 


মাধবদী ছোট গদাইর এলাকায় রসের মিষ্টি এন্ড কনফেকশনারী ও পিপাসা সুইটমিল'কে সুইটমিটস (মিষ্টি), ফার্মান্টেড মিল্ক (দই), আচার, বিস্কুট ও ডেকোরেটিভ কেক পণ্যের অনুকূলে গুণগতমান সনদ, মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন করানোর জন্য অনুরোধ করা হয়।


নরসিংদী বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার(সিএম) এ এফ এম হাসিবুল হাসান পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ এই অভিযানে অংশগ্রহণ করেন। নিম্নমানের পণ্যের বাজারজাত এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধকল্পে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P