Monday, 10 March 2025, 03:36 AM

নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ -- রফিকুল ইসলাম...

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,বাংলাদেশের মানুষ গণহত্যাকারীকে ক্ষমা করবে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না। ইসলামী শাসন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে হটাতে তার ছাত্রলীগ ও বিভিন্ন বাহিনীর দ্বারা গণহত্যার অধিকাংশই ছিল সাধারন মানুষ,শ্রমিক,জনতা।তাই নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ। ইসলামী শাসন ছাড়া ইসলামী শ্রম নীতি সম্ভব নয়।রাষ্ট্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া গরিবদের ভাগ্য বদল কখনও সম্ভব না।তিনি আরও বলেন,বাংলাদেশের ৭০% মানুষ খেটে খাওয়া শ্রমিক।তাই শ্রমিকদের নিয়েই সুন্দর,সুখী ও সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। 


আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানা মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে আবারো আনিছুুর রহমানকে সভাপতি এবং আল আমিন মন্ডলকে সেক্রেটারি করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট সলঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম,সাধারন সম্পাদক সোলায়মান হোসেন,জামায়াতে ইসলামী বাংলাদেশ,জামায়াত নেতা ড. আব্দুস সামাদ,সলঙ্গা থানা শাখার নবনির্বাচিত আমির রাশেদুল ইসলাম শহীদ,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তারসহ অনেকে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P