Sunday, 22 December 2024, 08:09 AM

নতুন ছবি নিয়ে ফিরছেন কেয়া

বিডি নীয়ালা নিউজ(২১জানুয়ারি১৬)- বিনোদন ডেস্কঃ  ঢাকার চলচ্চিত্র জগতের এক সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া। তবে অনেকদিন ধরেই অভিনয়ের বাইরে তিনি। এবার নতুন বছরে নতুন ছবি নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। ছবিরি নামও চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ছবির নাম ‘প্রেম প্রজাপতি’। এই ছবিতে ভিন্ন আঙ্গিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।  জুয়েল কবিরের কাহিনী ও সংলাপে নতুন এ ছবিটি পরিচালনা করবেন এমদাদুল হক খান।


নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, “কয়েকদিন ধরেই ছবিটি নিয়ে কথা হচ্ছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে এ ছবিতে কাজ শুরু করবো। আর সেই সঙ্গে এটিই নতুন বছরের প্রথম ছবি হবে।” জানা গিয়েছে, এই ছবিতে তার চরিত্রের নাম আল্পনা।  শহুরে এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ১০ই ফেব্রুয়ারি কক্সবাজারে একটি গানের মাধ্যমে এ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। কেয়ার বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন।


এদিকে ফিউরিয়াস ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় এ ছবির ইতিমধ্যে রেকর্ড হওয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর ও আলম আরা মিনু।