বিডি নীয়ালা নিউজ(১৭ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ গত বছর, এই রুবেল হোসেনের হাত ধরেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছিল বাংলাদেশ।
অথচ ক’দিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন দলের বাইরে।
গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলতে সর্বশেষ মাঠে নামেন রুবেল হোসেন।
সেটা কাটিয়ে মাঠে ফিরলেও এখনও নিজেকে মাঠে পুরোপুরি মেলে ধরতে পারেননি। অথচ নিজেকে মেলে ধরার একটা সুযোগ তিনি আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাচ্ছেন।
প্রাইম ব্যাংকের হয়ে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর খেলার অপেক্ষায় থাকা রুবেল হাজির হচ্ছেন নতুন ডেলিভারি ‘বাটারফ্লাই’ নিয়ে।
এই নিয়ে তিনি স্থানীয় একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে জানান,নতুন ধরণের এই স্লোয়ারটি তিনি প্রিমিয়ার লিগে করতে পারেন।
বললেন,‘প্রিমিয়ার লিগে হয়তো আমি একটা স্লোয়ার ট্রাই করতে পারি। অনেক সিনিয়রই বলেছে ডেলিভারিটা ভাল হচ্ছে। মাঠে চাইলে এটাকে কাজে লাগানো যায়। ডেলিভারির নাম বাটারফ্লাই।’ সাথে এটাও জানালেন যে এবারের প্রিমিয়ার লিগে তিনি শীর্ষ পাঁচ উইকেট শিকারীর মধ্যে থাকতে চান।