Friday, 05 December 2025, 02:03 PM

নুরকে দেখে ফিরে যে প্রশ্ন তুললেন মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নুরের দ্রুত সুস্থতা চেয়ে ঘটনা তদন্তে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।


এদিকে শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি আহত নুরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের সিনিয়র নেতারা।


সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. মঈন খান প্রশ্ন তোলেন, ‘কেন নুরকে হামলা করা হলো?’


তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ এ হামলা মেনে নিতে পারছে না। রাজপথে নুরুল হক নুরের অবস্থান সবসময় স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন জনগণ বরদাশত করতে পারে না। আমরা চাই না এ ধরনের হামলার পুনরাবৃত্তি হোক’।


বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে লড়াই চালিয়ে যাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব’। 


গত ৬ বছর ধরে নুরুল হক নুর অসংখ্যবার রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘গণআন্দোলনে প্রেক্ষাপট পরিবর্তন হলেও তার ওপর হামলার ধারা থামেনি। শুক্রবার রাতের ঘটনায়ও তিনি গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন’।


এ সময় উপস্থিত গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, হত্যার উদ্দেশ্যে নুরুল হক নুরের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।


এদিকে, এদিকে, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে।


শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 


তিনি জানান, সকালে নুরের মাথার সিটিস্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে।


বোর্ডে রয়েছেন– হাসপাতালের পরিচালক, এনেস্থেসিয়ার প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় সদস্য।


তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।


প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ‍আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P