Monday, 10 March 2025, 03:14 AM

অবশেষে চলে এলো আমার নতুন উপন্যাস “আলো আসবে”

মেলার আগেই গিফট সহ বইটি হাতে পেতে প্রি অর্ডার করুন এখুনি…

বইয়ের নাম: আলো আসবে লেখক: রফিকুল ইসলাম প্রিন্স ধরন : উপন্যাস প্রকাশনী:এশিয়া পাবলিকেশন্স প্রচ্ছদ: সজিব মূল্য: স্টল: ৯১,৯২,৯৩,৯৪।

চাইলেই জীবন সুখের হয় না।সূর্যটা নিয়মিত উঠলেও আলো থাকে না সবার জীবনে। কারো কারো জীবন চারপাশে সব থাকার পরও ডেকে থাকে সীমাহীন অন্ধকারে।বিষাক্ত সাপের মতো এ আঁধার ফণা তুলে বসে থাকে বেঁচে থাকার সবগুলো পথে।এমনই এক নিকশ আঁধারে পথ হারিয়ে ফেলা যুবক মিহির। বাবা মা ভাইবোন সব থাকার পরও যাকে গ্রাস করে নিতে চায় জীবনের জঞ্জাল। বার বার পালাতে চায় মিহির জীবন থেকে। আসলে কি জীবন থেকে পালানো যায়?পালিয়ে মানুষ কোথায় যায়?পালিয়ে যেতে পারলেই কী মুক্তি মানে অন্যকিছু? মানুষ কি তবে কারো হাতের পুতুল? যদি তাই হয়, তবে কে সে?মিহির কি তাকে খুঁজে পাবে?মিহিরের যাপিত জীবনে ঘন কুয়াশার মতো ছেয়ে থাকা অসীম আঁধার এবং এ থেকে উত্তরণের আখ্যান রফিকুল ইসলাম প্রিন্সের উপন্যাস ‘আলো আসবে’।মিহিরের মতো সবার জীবনেই এসে পড়ুক এ আলোর অলৌকিক কিরন।আলোর পথে স্বাগতম সকলকে

প্রি অর্ডার করতে ভিজিট করুনঃ রকমারি ডটকম

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P