Saturday, 22 February 2025, 09:47 AM

অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন মেসি

বিডি নীয়ালা নিউজ( ১৩ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ  আর্জেন্টিনার জাতীয় দলে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দু’মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।

জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।

ওই খেলায় পেনাল্টি মিস করেন মেসি।

কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যমে মেসির যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে তিনি বলেছেন যে জাতীয় দলকে সাহায্য করতে চান।

বিবৃতিতে মেসি আরও বলেছেন, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছু করার আছে যা নিয়ে তিনি বাইরে থেকে সমালোচনা করতে চান না, ভেতরে থেকেই তিনি কাজ করতে চান।