Monday, 18 August 2025, 01:46 AM

অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫

অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ এর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন 

‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ গঠনে আইন প্রণয়ন ও অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ এর সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষে জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫


দুর্নীতি বিরোধী বিশেষ আইন ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ গঠনে আইন প্রণয়ন ও অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ এর সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মূলক মামলাগুলো প্রত্যাহারের দাবীসহ সংগঠনের সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষে জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


২০ জুলাই ২০২৫ রোববার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়াম হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আ.ব.ম মোস্তফা আমীনের সভাপতিত্বে প্রথম পর্বের এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, রাষ্ট্রচিন্তার প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক ডাঃ এম আর খান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার অয়াদুদ চৌধুরী, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, অবঃ গ্রুপ ক্যাপ্টেন মোঃ খালেদ হোসেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ঢাকা সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এড. রবিউল ইসলাম, ৬৯ গণঅভ্যুত্থানের শহিদ আসাদের সহোদর ড. নুরুজ্জামান, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনসহ প্রমুখ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলহাজ¦ ইঞ্জিনিয়ার নজরুল হকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে সংগঠনের সাংগঠনিক রিপোর্ট ও গঠনতন্ত্র পেশ করা হয়। প্রতিনিধিদের সরব উপস্থিতি ও সম্মতিতে গঠনতন্ত্র অনুমোদন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার’কে সভাপতি ও মোঃ মাহবুবুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি কন্ঠ ভোটে অনুমোদিত হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P