আবারও ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ১০ র্মাচ ‘ফ্রেশ প্রেজেন্টস অরিজিৎ সিং উইথ সিম্ফনি’ কনর্সাট শিরোনামে এ অনুষ্ঠান হতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। কনর্সাটের পাওর্য়াড বাই সেজান ম্যাংগো ড্রিংকস, সুপার ডুপার বিস্কুট ও ইয়োলো।
কনর্সাটে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন।
অনুষ্ঠানে বাংলাদশে থেকে গান করবনে এলিটা ও মাহাদী।
অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফনি ব্র্যান্ড আউটলেট আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকিটেরে মূল্য ১০ হাজার, ৫ হাজার ও ১২০০ টাকা।
আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি র্কতৃপক্ষ জানায়, ১০ র্মাচ বিকেল অরজিৎ সিংয়ের সঙ্গে একটি প্রেস মিটিং হবে। সেখানে কনর্সাট নিয়ে অরজিৎ তার অনুভূতি ও প্রস্তুতির কথা জানাবনে।
উল্লেখ্য, অরজিৎ এর আগে গত বছর মে মাসে ঢাকায় এসেছিলেন কনর্সাটে অংশ নিতে।