Friday, 05 December 2025, 11:17 AM

অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফের নির্দেশ সরকারের

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) আমদানি পণ্য সংরক্ষণের অংশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কারণে বিমান সংস্থাগুলোর দ্বারা পরিচালিত অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের জন্য প্রযোজ্য সমস্ত চার্জ মওকুফ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)-কে আজ নির্দেশনা দিয়েছে।

আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাকিলা পারভীনের স্বাক্ষরিত এক চিঠিতে এই ছাড় বাস্তবায়নে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দেয়।

মন্ত্রণালয় আরো জানায়, উদ্ভূত পরিস্থিতিতে, বেশ কয়েকটি বিমান সংস্থা অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।

সেই অনুযায়ী, সরকার ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর (মধ্যরাত পর্যন্ত) পরিচালিত এই ফ্লাইটগুলোর জন্য প্রযোজ্য সমস্ত চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার দুপুর ২টা ১৫মিনিটের দিকে আগুন লাগার ফলে বিমানবন্দরের আমদানি পণ্য সংরক্ষণের অংশে ব্যাপক ক্ষতি হয়।

বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা ধরে কাজ করে।

সন্ধ্যা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।    

যদিও বেশিরভাগ সংরক্ষিত পণ্য ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P