Tuesday, 13 May 2025, 01:57 AM

পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি...

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পহেলা ফেব্রুয়ারি শনিবার কপোতাক্ষ মার্কেট চত্তরে সকাল দশটা হতে ভোট গ্রহণ শুরু হয় এবং তাহা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোটার ৯৬৫ জন ভোট প্রদান করে ৮৭৫ জন। ১২ পদের বিপরিতে প্রার্থী ছিলেন ১৯ জন। সভাপতি পদে জি এম শুকুরুজ্জামান (আনারস) প্রতিকে  ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সোহেল রাশেদ জনি (মোরগ) প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ) প্রতিকে ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ পদে মোশারফ হোসেন (দেওয়াল ঘড়ি) প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন তারা হলেন মোঃ শাহীন গাজী শাহীন (গরুর গাড়ি) ৬৫৪, মনিরুল ইসলাম মনি (কলম) ৫৭২, কেএম মোশারাফ হোসেন (বাইসাইকেল) ৫৬০, মোঃ নুরু গাজী (বটগাছ) প্রাপ্ত ভোট ৫৪৩, রাজীব কুমার মন্ডল (টিয়াপাখি) ৫২৫, মোঃ সেলিম শাহরিয়ার (ডাব) ৫১৬, মোঃ রাব্বুল ইসলাম দীপু (টেলিভিশন) ৪৬৯ ভোট, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু (কাঁঠাল) ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা সমবায় প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় পরিদর্শক আকতারুজ্জামান ও উপজেলা সহকারী পরিদর্শক আমির হোসেনসহ অনেক।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P