Friday, 05 December 2025, 04:07 PM

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিএনপির...

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- গাছের চারা বিতরণ,মাছের পোনা অবমুক্তকরণ,আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খুলনার পাইকগাছায় পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।৩রা সেপ্টেম্বর বুধবার  পৌরসভা চত্তরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম ইমদাদুল হক ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ শাহদাৎ হোসেন ডাবলু,এ্যাড আব্দুস সাত্তার,শামসুল আলম পিন্টু,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল,শেখ ইমাদুল ইসলাম,আবুল হোসেন,কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক,তুষার কান্তি মন্ডল,শেখ বেনজির আহমেদ লাল,কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ,আবু তালেব,এ্যাড সাইফুদ্দীন সুমন,মোহর আলী,এ্যাড একরামুল হোসেন,সরদার ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরান হোসেন,রুস্তম আলী,আনারুল ইসলাম,মেছের আলী সানা,মশিয়ার রহমান মিলন,এ্যাড রাশনা শারমিন আখি,ছাত্র নেতা সরজিৎ ঘোষ দেবেন,যুব নেতা হুরাইরা বাদশা,সাদ্দাম হোসেন,আরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন হতে অঙ্গ অসহযোগী নেতা-কর্মী খন্ড খন্ড মিছিল সহকারে সমবেশে যোগদান করে।আলোচনা শেষে গাছের চারা বিতরণ ও মধুমিতা পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মনিরুজ্জামান মন্টুসহ আগত অতিথিবৃন্দ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P