Sunday, 09 March 2025, 08:58 PM

পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার...

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা, খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প  ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ওই অঞ্চলের পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিকেল ক‍্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাঃ মাগফুর রহমান।ঢাকার ক‍্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপি'র সভাপতি সুপরিচিত চিকিৎসক ডাঃ আবদুল মজিদ উপস্থিত থেকে নিজে রোগী দেখেন এবং চিকিৎসা করেন ।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃআশিক,ডা. হাফিজ,ডা. প্রত্যাশা,ডা. সিফাত,ডা. অয়ন,ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন ।ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অন‍্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম ,মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ ।


এ সময় এলাকার বিশিষ্ট ব‍্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু,কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম,মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা,  চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম,সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ,রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে বিকাল নাগাদ পর্যন্ত অত যত্ন সহকারে রুগী দেখেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন । এ উপলক্ষে সকাল থেকে স্থানীয় সমগ্র এলাকার হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে সমবেত হন। পরে পর্যায়ক্রমে তাদেরকে চিকিৎসা দেয়া হয়।বিশেষ করে সর্দি জ্বর,কাশি, চর্মরোগ,ডায়াবেটিস, কিডনি সমস্যা ,হার্ট, গ্যাস্ট্রিক,গাইনি সমস্যা,অর্থোপেডিক, চক্ষু,শিশু রোগ,নাক-কান-গলাসহ বহুবিধ জটিল কঠিন রোগের চিকিৎসার ব‍্যবস্থাপত্র দেওয়া হয় ।ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয়।পুরো ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন  বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান দেশের প্রখ‍্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা.এস. এম খালিদুজ্জামান।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P