মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার শোকজ নোটিশের জবাব না দেওয়ায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কার কার্যকর করা হয়। প্রেসক্লাব সূত্রে জানা যায়, সংগঠনের নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত ২১/১২/২০২৫ তারিখে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়। নোটিশে ৩ কার্যদিবসে মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। বিষয়টি পরবর্তীতে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা হয়। সভায় শোকজ নোটিশের জবাব না দেওয়াকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে তাকে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব জানান, “সংগঠনের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বারবার সুযোগ দেওয়া হলেও সংশ্লিষ্ট সাধারণ সম্পাদক শোকজ নোটিশের কোনো জবাব দেননি। বাধ্য হয়েই আমরা এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও বলেন, বহিষ্কারের ফলে ওই ব্যক্তি এখন থেকে প্রেসক্লাবের পদবি ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।