Sunday, 09 March 2025, 08:49 PM

পাঁচবিবির সাব রেজিষ্ট্রি অফিসে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ...

মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের পাঁচবিবির সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে ভূয়া দলিল এবং দলিল লেখকদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয়রা।


০৬-০৩-২৫ ইং বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি সাব রেজিস্ট্রার অফিসে এই কর্মসূচী পালন করা হয়। 


 এসময় শিক্ষার্থীরা পাঁচবিবির ভারপ্রাপ্ত সাব রেজিস্টার এসএম কামরুল হোসেন ও দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক কে কয়েক ঘন্টা এজলাসে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুদ্ধ আন্দোলন কারীদের সাথে প্রচন্ড বাকবিতন্ডা হয় তাদের।


পরে এজলাসের বাইরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মূখ্য সংগঠক এহসান নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকিরসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ও ভুক্তভোগীরা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P