Friday, 05 December 2025, 07:27 PM

পাঁচবিবিতে বিএনপির আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...

মোঃ আমজাদ: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১(সেপ্টেম্বর) সোমবার বিকাল ৫ ঘটিকায় বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব দেওয়ান মো: শাহাদাৎ পৌর আহবায়ক কমিটির সদস্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: আ: গফুর মন্ডল সাবেক সভাপতি উপজেলা বিএনপি, সাবেক সহ সভাপতি জয়পুরহাট জেলা বিএনপি ও বর্তমান জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ: রাজ্জাক মন্ডল সাবেক চেয়ারম্যান ৮নং আওলাই ইউনিয়ন ও সাবেক যুগ্ন আহ্বায়ক থানা বিএনপি পাঁচবিবি, অধ্যক্ষ মো: নওশাদ আলী সাবেক সভাপতি আটাপুর ইউনিয়ন বিএনপি, প্রভাষক মো: সাইদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক বালিঘাটা ইউনিয়ন বিএনপি ও নবনির্বাচিত চেয়ারম্যান বিআরডিবি, মো: মাসুদুর রহমান সাবেক সভাপতি ধরন্জী ইউনিয়ন বিএনপি, মো: জাহিদুল ইসলাম রাব্বু সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি এ ছারা ও বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে।পাঁচবিবি মানুষ আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমিই বিএনপি থেকে এমপি মনোনয়ন পাবো জনগণের ভোটে নির্বাচিত নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করব। বিএনপির বিরুদ্ধে আগেও চক্রান্ত হয়েছে এখনও হচ্ছে সকলকেই সজাগ থাকতে হবে জনাব তারেক রহমানকে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনব আমরা।আগের পরিবেশ আর নেই এখন পরিবেশ বিএনপির অনুকুলে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে আমি আশাবাদী।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P