মোঃ আমজাদ হোসেন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ মার্চ সোমবার বিকেলে পাঁচবিবি মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৭ হাজারের অধিক রোজাদার অংশগ্রহণ করেন।
এবারের ইফতার মাহফিলের অন্যতম বিশেষ দিক ছিল সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) ৫ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণ, যাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ সজল।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন—সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল,আটাপুর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল।
বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ,ছাত্রদল নেতা মোরসালিন দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, এই ইফতার মাহফিল কেবল রাজনৈতিক নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। রমজানের পবিত্রতা ও কল্যাণ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।