মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাঁচবিবি উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় থানা চত্বরে নবাগত ওসি মোঃ নিয়ামুল হক এর আয়োজনে ও তার সভাপতিত্বে ইমায়েদুল জাহেদী ওসি ( তদন্ত) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সভাপতি বিএনপি পাঁচবিবি উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ তুহিন রেজা সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল। । আবদুর রব (বুলু)বি এন পি সভাপতি পাঁচবিবি উপজেলা বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা জামাত ইসলামের আমির সুজাউল ইসলাম, পৌর জামাতের আমির মাওলানা আবুল বাশার,পাঁচবিবি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭৫টি পূজা মন্ডপের আয়োজক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ওসি মোঃ নিয়ামুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আসন্ন দূর্গা পূজা যেন সুন্দরভাবে উদযাপন হতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।