মোঃ আমজাদ হোসেন: মহামান্য হাইকোর্টের আদেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান ও জরিমানা করা হয়েছে ।
বুধবার ১২ মার্চ উপজেলার ৩'টি ইটভাটায় জরিমানা ও উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট মেসার্স আশা ব্রিকস ও মেসার্স বাহার ব্রিকস প্রত্যেককে ১'লক্ষ টাকা জরিমানা একইদিন মেসার্স নাদিম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সবকটি ভাটার চুল্লির কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন