Friday, 05 December 2025, 04:52 PM

পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহায়তায় জামাত

মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


গত২৭ (সেপ্টেম্বর) মির্জাপুর গ্রামের মোঃ কেরামত আলীর বাড়িতে চুলা থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ছাউনি, আসবাবপত্রসহ গৃহস্থালির প্রায় সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন।

 রবিবার (২৮ সেপ্টেম্বর)  ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।


সহায়তা প্রদানকালে তিনি বলেন—জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। এ ধরনের দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা যাবে না। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।


এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাষ্টার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


ক্ষতিগ্রস্ত কেরামত আলী ও তার পরিবার আর্থিক সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P