মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক দিন ধরে অসময়ের বৃষ্টি হওয়ার কারণে আলু চাষের জমিগুলো পানিতে ডুবে যায়। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষকেরা আগাম আলু চাষ করে কিছু লাভের আশায় কিন্তু বৃষ্টির পানিতে আলুর জমি ডুবে যাওয়ায় তারা এখন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে কুসুম্বা ইউনিয়নের কৃষকদের ক্ষতি হয়েছে অত্র ইউনিয়নের অনেক চাষীর মধ্যে একজন চাষী গোলাম মওলা বলেন গত বছর আলু চাষের যে ভরাডুবি হয়েছে সেই কারণে আগাম আলু চাষ করেছি সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু বৃষ্টির পানির জন্য এখানেও ক্ষতিগ্রস্ত হলাম। কৃষকের আরো বলেন এবার কোল্ড স্টোরে আলু মজুত রাখার পরেও ন্যায্য মূল্য না পাওয়ায় সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন পানির মধ্যে থেকে আলুর বীজ গুলো তুলিয়ে বাসায় নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে আবহাওয়া ভালো হলে পরবর্তীতে এই বীজগুলো রোপন করা যাবে।কিন্তু এতে আমাদের শ্রমিক খরচ বেশি হবে,তবে এছাড়া কোন উপায় নেই। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, যে সব আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ কম হবে।