Friday, 05 December 2025, 08:24 PM

পাঁচবিবিতে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মোঃ আমজাদ হোসেন: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ঢাকায় সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্বরে পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তারা জানান, গত ৭ আগস্ট রাত ৮ টার দিকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রতিকার পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এর একদিন আগেই, ৬ আগস্ট বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা ইট দিয়ে পা থেতলে দেয়। 


পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং অপরাধীদের লাগামহীন দৌরাত্ম্যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে—এমন অভিযোগ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশের কণ্ঠ প্রতিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও দেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি শামীম হোসেন,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আহসান হাবিব,মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদ, এনটিভি (মাল্টিমিডিয়া) জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি মনোয়ার হোসেন,দৈনিক প্রভাতের আলো জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন,  দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি গোলাম মোওলা, দৈনিক রূপবানীর উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক পথে প্রান্তরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী এবং দৈনিক পুনরুত্থানের উপজেলা প্রতিনিধি ফারহান ইসলাম,দৈনিক ঘোষনাপত্র উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজাসহ সকল পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসাক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন। 


বক্তারা আরও বলেন, বারবার সাংবাদিকরা হামলার শিকার হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P